অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ একটি বহুতল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। ইতিমধ্যে এই মৃতদেহ নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। কারোর কথায়, “যেভাবে উনি পড়েছিলেন তা দেখে আত্মহত্যা মনে হচ্ছে না।” বা অন্য কোথাও খুন করে দেহ ওই জায়গায় ফেলে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার প্রমাণ লোপাটের জন্য দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।
জানা যায়, ওই বহুতলের গেটে তালা লাগানো ছিল। মৃতদেহটি দেখামাত্র শ্যামপুকুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের ফরেন্সিক টিম ওই বহুতলে পৌঁছে গিয়েছে। সেখান থেকে নমুনাও সংগ্রহ করা হচ্ছে।