নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের খুন্তি জেলার মুরহু এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে তুতো দাদার মাথা কেটে নিল ভাই। আর তার বন্ধুরা সেই কাটা মাথার সঙ্গে নিজস্বীও তুললো। মৃতের নাম কানু মুন্ডা। বয়স ২৪ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ লা ডিসেম্বর বাড়ির সকলে মাঠে কাজ করতে গিয়েছিলেন। কানু বাড়িতে একাই ছিল। কিন্তু ফিরে এসে দেখা যায় কানু বাড়িতে নেই। প্রতিবেশীরা জানান, “কানুকে ভাইপো সাগর ও তার বন্ধুরা এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।” অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে কানুর বাবা দাসাই মুন্ডা থানায় গিয়ে অপহরণের এফআইআর দায়ের করেন।
রাজ্যের পুলিশকর্তা অমিত কুমারের নেতৃত্বে একটি দল অভিযুক্তদের সন্ধানে নেমে মূল অভিযুক্ত সাগর এবং তার স্ত্রী সহ ছয় জনকে গ্রেফতার করে নিকটবর্তী একটি জঙ্গল থেকে কানুর মৃতদেহ উদ্ধার করেন। কানুর মাথাটি দেহের থেকে ১৫ কিলোমিটার দূরে পড়েছিল।
পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন, দুটি রক্তমাখা ধারালো অস্ত্র ও একটি গাড়ি উদ্ধার করেছেন। পুলিশ সূত্রে জানা যায় যে, দীর্ঘ দিন থেকে আদিবাসী দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ থাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় পুলিশী তদন্ত জারি রয়েছে।