নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জন সদ্যোজাত শিশুর। এই ঘটনার জেরে অনুমান করা হচ্ছে যে, গভীর রাতেরবেলা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে ভেন্টিলেটর বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার জেরে সমগ্র হাসপাতাল জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়ে যায়। এই ঘটনায় মৃত শিশুদের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে জেলার স্বাস্থ্য দপ্তরের এক জন আধিকারিক এই প্রসঙ্গে জানান যে, “বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার কারণে নবজাতকদের মৃত্যু হয়নি। এমনকি ভেন্টিলেটরও বন্ধ হয়নি।”
কিন্তু আচমকা শিশুদের মৃত্যু ঘটলো কিভাবে তা জানতে যথাযথ ভাবে তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবার জুড়ে শোকের কালো ছায়া নেমে এসেছে।