নিজস্ব সংবাদদাতাঃ বড়দিনের পর কলকাতায় শীত উধাও হলেও হাড় কাঁপানো শীতে কম্পমান গোটা উত্তর ভারত। দিনের বেলাতেও ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরাখণ্ড। আবার কনকনে ঠান্ডা হাওয়াও বইছে। আর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজধানীতে এই মরসুমের শীতলতম দিন। সেখানে তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।
প্রবল ঠান্ডা এবং শৈত্য প্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই সতর্কতা জারি থাকবে। আইএমডি জানাচ্ছে, আগামী তিন দিন দিল্লি, পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানায় তীব্র শৈত্যপ্রবাহ চলবে। হিমাচল প্রদেশেও প্রায় দুই দিন ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে।
এদিকে তীব্র শৈত্য প্রবাহের জন্য বিহার ও উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি পড়ে গিয়েছে। কুয়াশার কারণে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে। এদিন দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানের ওঠা-নামার সময় পরিবর্তিত হলেও হতে পারে। তাই যাত্রীদের পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।