নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল ওড়িশার রায়াগাড়া জেলার একটি হোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার হলো ৬৫ বছর বয়সী পাভেল অ্যান্থম নামক এক জন রাশিয়ান পর্যটকের দেহ। গত বৃহস্পতিবার ওই হোটেলেই পাভেলের বন্ধু তথা সফরসঙ্গী ভ্লাদিমির বিদেনভ অস্বাভাবিক ভাবে মারা যান।
সূত্রের খবর, গত বুধবার চার জনের একটি দল ওই হোটেলে এসেছিল। যারা সকলেই রাশিয়ান ছিলেন। এই দলটির সঙ্গে স্থানীয় ট্যুর গাইড জিতেন্দ্র সিংহ ছিলেন। পাভেলের রক্তাক্ত দেহ হোটেলের সামনে দেখে মনে করা হচ্ছে, হোটেলের তিন তলা থেকে কোনো ভাবে পড়ে গিয়েই মারা গিয়েছেন। পুলিশ খবর পেয়ে এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন।
আবার এও ধারণা করা হচ্ছে যে, ভ্লাদিমির মৃত্যুর পর অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যাও করে থাকতে পারেন। তাই এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়া পাভেলদের সাথে আসা আরো দুই জন পর্যটককে তদন্তে সহযোগীতা করার জন্য কয়েকদিন হোটেলে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে ভ্লাদিমিরকে হোটেলের তিন তলার একটি ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভ্লাদিমির ঘরে তল্লাশি চালিয়ে অনেকগুলি খালি মদের বোতল উদ্ধার করা হয়। চার দিনের মাথায় একই হোটেলে দুই বিদেশীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।