নিজস্ব সংবাদদাতাঃ আগরতলাঃ আজ সকালে আগরতলার কলেজটিলার জলাশয়ে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় মানুষের কাছ থেকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান যে কলেজটিলা জলাশয়ে এক মহিলার মৃতদেহ ভাসছে। এরপর দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা আসলে তাদের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
কলেজটিলা ফাঁড়ির কর্তব্যরত পুলিশ আধিকারিক বলেছেন, “প্রাথমিক ভাবে ওই মহিলার কোনো পরিচয় জানা সম্ভব হয়নি। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যে ঘটনাস্থলে মহিলার ছোটো মেয়ে এসে মায়ের মৃতদেহ শনাক্ত করেছে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে”।
এদিকে মৃতার ছোটো মেয়ে জানিয়েছে, “কল্যাণীতে তারা দুই বোন মায়ের সাথেই থাকত। তাদের বাবা নেই। গতকাল দুপুরে তার মা বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু পরে আর বাড়ি ফিরে যাননি”।
তবে তার মায়ের মৃতদেহ কলেজটিলা জলাশয় থেকে কীভাবে উদ্ধার হয়েছে সেই বিষয়ে কিছুই জানেনা সে।
এই প্রসঙ্গে বলা যায় যে, গতকালও কলেজটিলা এলাকায় এক যুবকের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছিল। আজ ফের কলেজটিলা জলাশয়ে মহিলার মৃতদেহ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে এই দু’টি ঘটনার সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত দেখছে পুলিশ।