Indian Prime Time
True News only ....

হাতির আক্রমণে মৃত ১ ও জখম ২ জন

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ প্রকাশ্য দিবালোকে জলপাইগুড়ির নাগরাকাটার জলঢাকা রেল সেতুর কাছে বুনোহাতির হামলায় মৃত্যু হয়েছে ১ জন মহিলার। সাথে জখম হয়েছে আরো ২ জন মহিলা। জখম মহিলাদের চিকিৎসার জন্য সুলকাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় রীতিমতো এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

- Sponsored -

- Sponsored -

পুলিশ জানিয়েছে, মৃতার নাম মঞ্জু উরাও। বছর ৩৫। বাড়ি ভগতপুর চাবাগানের ডাকলাইনে। আহত মহিলাদেরও একই জায়গাতেই বাড়ি। জানা যায়, এদিন বেলা ১০ টা নাগাদ একদল মহিলার সাথে ওই তিনজন জ্বালানী কাঠ সরবরাহ করতে জঙ্গলে ঢুকেছিল। হঠাৎই সামনে দুটি বুনো হাতি চলে আসে। সকলে পালিয়ে গেলেও হাতি দুটি ওই তিন মহিলাকে ধরে। মঞ্জুদেবীকে একটি হাতি ধরে শুড় দিয়ে শুন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মঞ্জুদেবীর মৃত্যু হয়। আর বাকি দু’জনকেও হাতি দুটি লাথি মেরে চলে যায়।

হাতির দলটি চলে যাওয়ার পর বাকি মহিলারা ফিরে এসে আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশ ও নাগরাকাটা বিটের বনকর্মীরা পৌঁছায়। কিন্তু একটি হাতি এখনো পাশের জঙ্গলে ঘোরাফেরা করছে।

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored