নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত চলবলপুরের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের পাশে থাকা এলাকার একটি পরিত্যক্ত খাদান থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলেন জেমারি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর বালি বাঙ্কার এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী বিপিন ভুঁইয়া ও ২১ বছর বয়সী জামাই রাকেশ কুমার।
এদিন সকালবেলা এলাকার বাসিন্দারা খাদান থেকে দুর্গন্ধ পেতেই ছুটে এসে মৃতদেহ দু’টি দেখতেই পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু থেকে বিপিনবাবু ও রাকেশ বাড়ি ফেরেনি। এছাড়া মোবাইল ফোনও বন্ধ ছিল। গতকাল নিখোঁজ ডায়েরী করা হয়েছিল। কিন্তু আচমকা গতকাল থেকে রহস্যজনক ভাবে সেই বন্ধ থাকা মোবাইল চালু হয়ে যায়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।