নিজস্ব সংবাদদাতাঃ কোন্নগরঃ হুগলীর কোন্নগরে এক তরুণীকে ধর্ষণের ভিডিও করে ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগও উঠেছে চার জন যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ লা মার্চ এলাকারই এক যুবক তরুণীকে ধর্ষণ করে ভিডিও করে রাখা হয়। এরপর সেই ভিডিও দেখিয়ে ওই যুবকের বন্ধুরাও তরুণীকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে দেয়। ওই ঘটনায় তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন।
উত্তরপাড়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভি হরিশ, বি বিবেক, পি শিবা রাও ও আকাশ জানা নামে স্থানীয় চার জন যুবককে আটক করেছেন। কিন্তু এখনো অবধি ভাইরাল হওয়া ভিডিওটি হাতে আসেনি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কোন্নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বেবি ওই বিষয়টি মিটমাট করে নিতে বলেন। তবে ওই তৃণমূল কাউন্সিলর সেই অভিযোগ অস্বীকার করেছেন।
কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে। গতকাল অভিযোগ পাওয়ার পর খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। এতে আমাদের কোনো হাত নেই। আইন আইনের পথে চলবে।’’
অন্যদিকে তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তীর বলেন, ‘‘পুলিশ এই ব্যাপারে সক্রিয়। যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দলকে বদনাম করা হচ্ছে। যারা অপরাধ করবে তারা কেউ ছাড়া পাবে না। তা সে যে দলেরই হোক।’’