নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ গতকাল সন্ধ্যাবেলা দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে এলাকাবাসীরা এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা মাত্র স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আর সেখান থেকেই ওই মহিলার পরিচয় পেয়ে পরিবারের কাছে খবর দেওয়া হয়।
জানা যাচ্ছে, ওই মহিলা পেশায় কার্শিয়াং ব্লকের বাগোরা সাব সেন্টারের এক জন আশাকর্মী। তিনি কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এরপর একটি গাড়িতে উঠেও পড়েন। কিন্তু তারপরই দুর্ঘটনা ঘটে যায়। তবে ওই গাড়িতে কে বা কারা ছিল অথবা দুুুর্ঘটনাটি কিভাবে ঘটলো তা এখনো অবধি জানা যায়নি। এই ঘটনাটিকে কেন্দ্র করে এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে পরিবার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায়। প্রথমে ওই মহিলাকে কার্শিয়াং প্রাথমিক হাসপাতাল থেকে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আশাকর্মীদের নিরাপত্তার দাবী তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইউনিয়নের তরফ থেকে নমিতা চক্রবর্তী বলেন, “দিন হোক বা রাত, আশাকর্মীদের সব সময় বিভিন্ন প্রান্তে কাজ করতে হয়। তাই তাদের নিরাপত্তার প্রয়োজন।” যদিও দার্জিলিং জেলা পুলিশ সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করার পাশাপাশি তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here