নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোল রেল ডিভিশনের সীতারাম স্টেশনের রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় যুগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্টেশনের পশ্চিম কেবিনের কাছে ২৭ বছর বয়সী যুবক ও ২২ বছর বয়সী যুবতীর ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীরা রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
Sponsored Ads
Display Your Ads Here
রেলপুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ওই যুবক-যুবতীর লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। কিন্তু অনেকে মনে করছেন, ওই যুবক-যুবতী আত্মহত্যা করেছে। আবার অনেকে মনে করছে ওই যুবক-যুবতী ট্রেন থেকে পড়ে গিয়েও মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুরো বিষয়টি সঠিক ভাবে তদন্ত করা সম্ভব হবে।
Sponsored Ads
Display Your Ads Here