কোচবিহারঃ তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সিংগীমারি এলাকায় ৭০ বছর বয়সী তৃণমূল কর্মী খালেক মিঞার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে। তৃণমূল নেতা নিরঞ্জন সরকার জানিয়েছেন, “গতকাল খালেক মিঞার বাড়িতে চার বিজেপি কর্মী গিয়ে ভয় দেখানোর পরদিনই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিকল্পিতভাবেই এই খুন করা হয়েছে”। তবে বিজেপি পুরো ঘটনাকে অস্বীকার করে এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল বলে জানিয়েছেন।
ঘটনার খবর পেয়েই আজ ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ এসে উপস্থিত হন। পুলিশকে দেখে তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনার ফলে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অবশ্য তৃণমূল কর্মীরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।