নিউজ ডেস্কঃ উত্তরাখণ্ডঃ ১৯ বছরের তরুণীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা বিনোদ আরিয়ারের ছেলে পুলকিত আরিয়ার। পুলিকিতের বিরুদ্ধে তার নিজের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারিকে খুনের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ ই সেপ্টেম্বর থেকে অঙ্কিতা নিখোঁজ ছিলেন। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে পুলকিত ও তার ভানানতারা রিসর্টের ম্যানেজার সৌরভ ভাস্কর এবং সহকারী অঙ্কিত গুপ্তকে জিজ্ঞাসাবাদ করার সময় পুলকিত, সৌরভ ও অঙ্কিত তদন্তকারীদের কাছে স্বীকার করেন যে, অঙ্কিতাকে যৌনপেশার জালে জড়ানোর চেষ্টা করা হয়।
কিন্তু সে রাজি না হওয়ায় খুন করে দেহ খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপরেই ওই তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে আপাতত এখন অবধি অঙ্কিতার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, বিনোদ আরিয়ার হরিদ্বারের এক জন বিজেপি নেতা। এক সময় উত্তরাখণ্ডের মাটি কলা বোর্ডের চেয়ারম্যান পদেও ছিলেন। যদিও দলীয় সূত্রে দাবী করা হয়েছে যে, বর্তমানে তিনি কোনো সরকারী পদে না থাকলেও এক জন ক্যাবিনেট মন্ত্রীর মতোই প্রভাবশালী।