তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে সামিল হলো বিজেপি নেতা-কর্মীরা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ ভোট-পরবর্তী হিংসা, নারী নির্যাতন, ঘূর্ণিঝড় যশ, করোনা ভ্যাক্সিন নিয়ে দুর্নীতি ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিজেপি বিক্ষোভ-সমাবেশ করে।
এদিন বিজেপি নেতা কর্মীরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ-ধর্ণায় বসে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন, জেলা সম্পাদক বাপি সরকার সহ জেলা বিজেপির কার্যকর্তারা অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন।
জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন জানান, “রাজ্যে গনতন্ত্র নেই। বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটে চলছেই। এছাড়া করোনা ভ্যাক্সিন নিয়ে এবং ঝড়ের ত্রাণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে এদিন জেলা বিজেপি জেলা পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ-সমাবেশ শুরু করা হয়েছে”।