নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ কোচবিহারের দিনহাটার সাত নম্বর ওয়ার্ড এলাকায় স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি থেকে চালানো গুলিতে আহত হয়েছেন তৃণমূল কাউন্সিলর মিঠু দাসের স্বামী তাপস দাস। আপাতত পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরবেলা তাপসবাবু স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় অজয়বাবুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করা হলে তাপসবাবুর তলপেটে গুলি লাগে। এরপর আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে অজয়বাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটের ফল ঘোষণার পর অজয়বাবুর উপর দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের উপর হামলা চালানোর অভিযোগ ওঠলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ফেরার ছিলেন।
তৃণমূল নেতৃত্ব অভিযোগ জানায় যে, এদিন অজয়বাবু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বাড়ি ফিরছিলেন। তবে অজয়বাবুর বাড়ি আসার খবর পেয়ে বেশ কয়েক জন পাওনাদার তার বাড়িতে ভিড় করলে অজয়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতেই এলোপাথাড়ি গুলি চলে। আর সেই গুলি তাপসবাবুর গায়ে এসে লাগে।
যদিও বিজেপির এই ঘটনা অস্বীকার করে দাবী করেছেন, এই ধরণের কোনো ঘটনা ঘটেনি। তৃণমূলের কয়েকজনই অজয়বাবুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কে বা কারা গুলি চালালেন স্পষ্টভাবে জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।