নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাতেরবেলা জলপাইগুড়ির ধূপগুড়ি বামনী ব্রিজ সংলগ্ন এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হলো ২৪ বছর বয়সী পবিত্র রায় নামে একজন যুবকের। আবার অপর একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বাইক চালক সহ আরোহীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ের ওপর চাঞ্চল্য শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, এদিন ওই যুবক রাস্তা পার করার সময় হঠাৎই একটি বাইক দ্রুত গতিতে ধাক্কা মারতেই ঘটনাস্থলেই পবিত্রর মৃত্যু হয়। আর সেই সময় বাইকের পেছনে থাকা একটি লরি বাইকে থাকা দুইজনকে ধাক্কা দেওয়ার ফলে বাইকে থাকা বাকি দুইজন গুরুতর ভাবে আহত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ধূপগুড়ি থানার পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দমকল কর্মীরা আহত দুইজনকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত যুবকের দেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার জেরে এলাকায় মুহুর্তে যানজট পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন আসে। পুলিশ প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে ।
Sponsored Ads
Display Your Ads Here