নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ বিকেল ৫ টা ৩০ মিনিটে ময়নাগুড়ির দোমহনিতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস উল্টে গিয়ে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া অসংখ্য বগিগুলি একেবারে দুমড়েমুচড়ে গেছে।
এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ৬ জনের মৃত্যু হয়েছে। আর ৫০ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। ফলে মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে আরো উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত হয়েছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে লাইনে সমস্যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও রেলের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে যে, রেলের তরফ থেকে উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলের তরফ থেকে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।