আবদুল খালিকঃ বিহারঃ গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলছে। চারিদিকে হাসপাতালের বেড, ওষুধ ও অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে মানুশের মানবিকতাও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আর তার প্রমাণ মিল বিহারের একটি ঘটনায়।
সূত্রের খবর অনু্যায়ী জানা গেছে, স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় খোদ স্বামী আজ নিজের বউয়ের মাথা কেটে নিলেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম অতুল লাল। অতুল পাটনার মুন্নাচক পাড়ার ওম রেসিডেন্সি অ্যাপার্টমেন্টে থাকতেন এবং পেশায় রেলওয়ের কর্মচারী।
Sponsored Ads
Display Your Ads Hereবউয়ের করোনা ধরা পড়ায় তিনি তাকে খুন করে নিজে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটির খবর পাওয়ামাত্র পত্রকারনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশের তরফ থেকে অনুমান করা হয়েছে যে, অতুল বউয়ের করোনা ধরা পড়ার পর মাথার ঠিক রাখতে না পেরে এই মর্মান্তিক কাণ্ডটি ঘটিয়েছে। এরপর নিজের অপরাধ উপলব্ধি করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন। যদিও পুলিশ সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে।