ব্যুরো নিউজঃ আমেরিকাঃ একবার নয় তিন তিনবার হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আটলান্টা যাওয়ার পথে বিমানে উঠতে গিয়েই তিনবার হোঁচট খেয়ে পড়ে যান। আমেরিকার ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ এন্ড্রুজে এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে সভায় যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।
ইতিমধ্যে বাইডেনের হোঁচট খাওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটিতে দেখা গেছে, জো বাইডেনকে তাঁর সহকারী বিমানের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। কিন্তু কয়েকটি সিঁড়ি দিয়ে ওঠার সময় জো বাইডেনকে সিঁড়িতে তিনবার হোঁচট খেয়ে পড়ে যেতে দেখা যায়।
হোয়াইট হাউসের উল্লেখ্য করে দ্য গার্ডিয়ান জানিয়েছেন, “জো বাইডেনের বিমানে ওঠার সময় প্রচণ্ড হাওয়া বইছিল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর কোনো আঘাত লাগেনি”।