ব্যুরো নিউজঃ জার্মানিঃ গোটা বিশ্ব জুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ তেমনই অপর দিকে করোনা ভ্যাক্সিনের সংকট দেখা দিচ্ছে। আর ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হলো জার্মানি। কিন্তু এখানে ক্রমাগত সংক্রমণ বেড়ে চলেছে। তাই করোনা সংক্রমণ রুখতে জার্মানি ফের লক ডাউনের পথেই হাঁটছে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের ১৬ টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ ভিডিয়ো বৈঠকের পরে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে ২৮ শে মার্চ থেকে ১৮ ই এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদের কথা চিন্তা-ভাবনা করা হয়েছে। এর মধ্যে ১ লা এপ্রিল থেকে ৫ ই এপ্রিল এই পাঁচ দিন ইস্টারের সময়ে কড়া ভাবে লকডাউন বিধি কার্যকর করা হবে।
ওই পাঁচ দিন দেশের সমস্ত বাজার ও দপ্তর সহ সমস্ত দোকান-পাট বন্ধ থাকবে। যেকোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকি দিনগুলোতে নিয়ম মেনে জরুরি পণ্যের দোকান খোলা হবে। তবে ক্রীড়া, বিনোদন এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি ১৮ ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।