নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাসচন্দ্র অধিকারী দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। এই নিয়ে জেলা নেতৃত্বকেও চিঠি দিয়েছেন।
চিঠিতে লিখেছেন, ‘‘আমি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। এখনো অবধি আমি সম্পূর্ণ রূপে সুস্থ হতে পারিনি। এই কারণে ব্লক পার্টি সংগঠনের কাজকর্ম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে ব্যর্থ। এখনো আমার একটি অস্ত্রোপচার বাকি আছে যা অতি সত্বর আবশ্যিক ভাবে পালনীয়। এমতাবস্থায় এই পদের দায়িত্বভার আমার পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিভাসচন্দ্র অধিকারী এই কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন। এই নিয়ে বীরভূমের তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় জানান, ‘‘এখনো বিষয়টি জানা নেই। কিন্তু এই ঘটনা ঘটে থাকলে দল বিষয়টি ভেবে দেখবে।’’ কিন্তু তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here