নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ অভাবের সংসারে উপার্জনের তাগিদে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা সরকার পাড়ার এক যুবক ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। ঈদে বাড়ি ফেরারও কথা ছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় সব শেষ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতের নাম রমজান আলি। বয়স ৩৫ বছর। বাড়ি মালদায় হলেও প্রায় ছয় মাস আগে কাজের সূত্রে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পাঞ্জাবে গিয়েছিল। সেখানে বাইকে ট্রলি লাগিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়িয়ে এক জায়গায় জড়ো করে পরে সেগুলি বিক্রি করতেন।
সূত্রের খবর, প্রতিদিনের মতো গতকালও রমজান কাজে বেরিয়েছিল। কিন্তু পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের উপরে আচমকা পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে রমজানের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছাতে যেতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পাশাপাশি রমজানের দেহ ফেরাবে কিভাবে তা ভেবেই সকলে চিন্তায় পড়ছেন। পরিবারের সদস্যরা জানান, “রমজানকে নিয়ে বাড়িতে চার ভাই। সে বাড়ির সেজো ছেলে ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে সকলেরই আর্থিক অবস্থা বিশেষ ভালো নয়। এক ছটাক জমিও নেই। রমজান ব্যাঙ্ক থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছিল। সেখানে কাজ করে যে উপার্জন হবে তা দিয়ে তার ঋণ মেটানোর কথা ছিল। দাদাকে হারিয়ে শোকে কাতর রমজান আলির ভাই সহরাফ আলি বলে, “দাদা ঈদে বাড়ি ফিরবে বলেছিল। ফোনে বাড়িতে আসার কথা জানিয়েছিল। তারমধ্যে এটা হয়ে গেল। আমাদের তো ওর দেহ আনার মতোও অর্থ নেই। ওখান থেকে দেহ নিয়ে আসব কিভাবে তা ভেবে পাচ্ছি না।”
Sponsored Ads
Display Your Ads Here