চয়ন রায়ঃ কলকাতাঃ এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এগোনোর সম্ভাবনা আছে। গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট হয়েছিল ৪ ঠা এপ্রিল। তারপর সাত দফায় নির্বাচনের দেড় মাস পর ফলাফল ঘোষিত হয়েছিল ১৯ শে মে। কিন্তু এবার এই নির্বাচনের সময়ের পরিবর্তন হতে পারে।
সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন যে, ৪ ঠা মে থেকে CBSE বোর্ডের পরীক্ষা শুরু হবে। যার ফলে সেই সময় কোনো ভাবেই কোনো শোরগোল চলবে না মাইক বাজানো যাবে না যাতে পড়ুয়াদের পড়াশুনায় ক্ষতি হয়। ফলে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তার পূর্বেই সম্পন্ন করতে হবে।
পর্যবেক্ষকদের মতানুসারে, এইসব নানা কারণবশত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই এই রাজ্যে নির্বাচন শুরু হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত ভোটে নির্বাচনকে কেন্দ্র করে নৈরাজ্য ও অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বছর নির্বাচন সাত থেকে আট দফার হতে পারে।
অর্থাৎ বাংলায় প্রথম দফার নির্বাচন মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে। আর ফলাফল এপ্রিল মাসের শেষে ঘোষণা করা হবে। তাই নির্বাচন কমিশন ১৫ ই জানুয়ারীর মধ্যে ইলেক্টোরাল ভূমিকা চূড়ান্ত করে ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে।