নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ করোনা পরিস্থিতির কারণে আগেও দু’বার বেলুড় মঠ বন্ধ হয়েছে। আর এবার পুজোর আগে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা থাকায় পুজোতে দর্শনার্থীদের জন্য আবারও বেলুড় মঠ বন্ধ থাকবে।
গতকাল বেলুড় মঠের তরফ থেকে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “আগামী ৬ ই অক্টোবর মহালয়ার দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। পাশাপাশি ৯ ই অক্টোবর ও ১৬ ই অক্টোবর চতুর্থী থেকে একাদশী অবধি আট দিন দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।
ভিড় এড়াতে আগামী ১০ ই নভেম্বর ছট পুজোর দিনও বেলুড় মঠ বন্ধ রাখা হচ্ছে। কিন্তু বেলুড় মঠ বন্ধ থাকলেও সব নিয়ম মেনে পুজো হবে। এই পুজো বেলুড় মঠের সোশ্যাল মিডিয়ায় এবং সাইটে দেখা যাবে”।