রায়া দাসঃ কলকাতাঃ হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে বেকবাগান কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আর এই ধস্তাধস্তিতে পুলিশের মাথা ফাটলো। প্রসঙ্গত, দিন যত যাচ্ছে ইস্কনের সদ্য বহিষ্কৃত নেতা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারীতে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। বর্তমানে একের পর এক হিন্দু সংগঠন মুক্তির দাবী সরব হয়েছেন। এবার বিজেপিও তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে সরব হয়েছে। সেই প্রেক্ষিতে এদিন বিজেপি শিয়ালদহ থেকে পার্ক সার্কাস অবধি মিছিল করে। কিন্তু মিছিল শুরুর কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গেছে, পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিছিল আটকাতেই ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায়। পুলিশও লাঠিচার্জও শুরু করে। বেশ কিছুক্ষণ সংগঠনের নেতাদের পুলিশের সাথে তর্কাতর্কিও করতে দেখা যায়। কিন্তু, তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এদিকে, আন্দোলনকারীদের চাপে পুলিশের ব্যারিকেডও ভেঙে যায়। আন্দোলনকারীরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে চাইছে বলে দাবী তুলতে থাকেন। শেষে পাঁচ জনের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ উপদূতাবাসে প্রবেশের অনুমতি দেওয়া হলে তারা সেখানে একটি স্মারকলিপি জমা দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, এই ধস্তাধস্তির মধ্যেই এক জন পুলিশ কর্মীর মাথা ফেটে যায়। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠছে তখন তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপিকে তুলোধনা করে জানান, “বিজেপি অশান্তি করতে গিয়ে বাংলাদেশ ইস্যুকে ঘেঁটে দিচ্ছে। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে গিয়ে বিশৃঙ্খলা করছে।”
Sponsored Ads
Display Your Ads Here