অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপের পর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। অতএব, উপকূলে আছড়ে পড়া এবার শুধু সময়ের অপেক্ষা।
মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল, শনিবার বিকেলে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর আগেই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে হতে পারে।
তবে নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই বঙ্গ জুড়ে পড়তে শুরু করেছে। সাইক্লোনের প্রভাবে বাংলার উপকূলে হালকা বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। এদিকে নিম্নচাপ এবং মেঘের জেরে হঠাৎই তাপমাত্রা বেড়ে গিয়েছে। দু’দিনে একধাক্কায় চার ডিগ্রী তাপমাত্রা বেড়ে গিয়েছে। উল্লেখ্য, আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস।