নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের বরন জেলায় প্রাক্তন স্বামীর ভাইয়ের হাতে একজন মহিলাকে ধর্ষিতা হতে হলো।
জানা যায়, তিনি বর্তমান স্বামী-সন্তান সহ নাবালক বোনের সাথে বাড়ি ফিরছিলেন। কিন্তু আচমকাই তাদের ওপর প্রাক্তন স্বামীর ভাই ও তার সঙ্গী আরো চারজন ছাজাওয়ার গ্রামের কাছে চড়াও হয়। এরপর অভিযুক্তরা তাদের নিকটবর্তী মাঠে নিয়ে গিয়ে মহিলার বর্তমান স্বামীর হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। আর তার সামনেই প্রাক্তন স্বামীর ভাই তার স্ত্রীকে ধর্ষণ করেন।
ডিএসপি যোগেন্দ্র সিং জানান, ধর্ষিতার বয়স ২০ বছর। তিনি সন্তানের জন্ম দিতে না পারায় তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। ঘটনাটি ঘটার পর ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। তারপর নির্যাতিতা ওই মহিলা নিজের সন্তান এবং বোনকে নিয়ে বড়ো রাস্তায় পৌঁছে পথচলতি মানুষের কাছে সহযোগীতা চাইলে তারাই পুলিশকে ঘটনাটি জানায়।
রবিবার পুলিশ নির্যাতিতা মহিলার প্রাক্তন দেওর সহ তার দু’জন সঙ্গীকে গ্রেপ্তার করে। আর অপহরণ ও গণধর্ষণের ঘটনায় পাঁচ জন অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির আওতায় অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি আগে নির্যাতিতা এবং তার প্রাক্তন স্বামী পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলেন সে ব্যাপারেও তদন্ত চালানো হচ্ছে।
নির্যাতিতার মেডিকেল টেস্ট হওয়ার পর গতকাল তিনি ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়েছেন।