ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ এবার আমেরিকার নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। এর জেরে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল রাতে এমন বৃষ্টির পর শহরের মেয়র বিল ডি ব্লাসিও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিল ডি ব্লাসিও এই ঘটনাকে ‘ঐতিহাসিক আবহাওয়া বিপর্যয়’ হিসাবে উল্লেখ করেছেন।
গতকাল সন্ধ্যাবেলা জাতীয় আবহাওয়া পর্ষদ ফিলাডেলিফিয়ার পশ্চিমাংশ ও নর্দান নিউ জার্সির মধ্যে প্রায় পাঁচটি আকস্মিক বন্যার কথা জানিয়েছে। উপকূলীয় ঝড় ইডার প্রভাবেই এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। আর গভীর রাতেরবেলা নিউইয়র্ক সিটির প্রায় সব সাবওয়ে লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
বিল ডি ব্লাসিও নাগরিকদের উদ্দেশ্যে টুইট করে বলেছেন, “কেউ যেন বাড়ির বাইরে না যান। আমাদের জরুরী কাজগুলি করতে দিন। সাবওয়ে জলে ভেসে থাকার কারণে এড়িয়ে চলুন। কোনোভাবেই জলে নামবেন না”।
এছাড়া নিউ জার্সির গভর্নর ফিল মারফিও তাঁর রাজ্যে ইডার প্রভাবে জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন। তিন দিন আগে দক্ষিণ লুসিয়ানায় শক্তিশালী হ্যারিকেন ইডা আছড়ে পড়ার প্রভাবে গতকালও প্রবল হাওয়া এবং বৃষ্টিপাত হয়েছে।