নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ পদ পেয়েই বড়োসড়ো ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। গত ১১ ই ডিসেম্বর বিজেপির তরফ থেকে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী নির্বাচন করার পর আজ তিনি শপথ গ্রহণের পর প্রথম ঘোষণা করলেন যে, “রাজ্য জুড়ে সমস্ত ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ।”
এদিন মোহন যাদব নিজের দপ্তরে প্রথম কাজ শুরু করেছেন। তার আগে নিজের মতো করে ছোটোখাটো পুজোর আয়োজনও করেছিলেন। মোহন যাদব শপথ গ্রহণের দিনই মাইক নিষিদ্ধ করার মতো বড়ো ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিসাবে যে তিনি কতটা তৎপর, সেটাই প্রমাণ করলেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code