নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ দীর্ঘ দিন থেকে খ্যাতনামা সংস্থার লোগো নকল করে ব্যাগ বিক্রির অভিযোগ উঠছিল। এবার ওই অভিযোগ খতিয়ে দেখতে গতকাল বর্ধমানের বাজারে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) একটি দল অভিযান চালিয়ে বেশ কিছু ব্যাগ বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি খ্যাতনামা ব্যাগ প্রস্তুতকারক সংস্থার থেকে অভিযোগ জানানো হয় যে, তাদের নাম ও লোগো ব্যবহার করে বাজারে ব্যাগ বিক্রি করা হচ্ছে। ওই অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার এক জন আইবি কর্মী ওই দোকানগুলিতে ক্রেতা সেজে যান। আর ওই দোকানগুলি থেকে দু’টি ব্যাগও কেনেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর এদিন ইবি শহরের কার্জন গেট লাগোয়া দত্ত সেন্টার মার্কেটের তিনটি দোকানে হানা দিয়ে বেশ কয়েকটি ব্যাগ বাজেয়াপ্ত করেছেন। পুলিশ জানিয়েছে, “নামী দামী সংস্থার নামের বানান ও লোগো সামান্য পরিবর্তন করে ওই কারবার চলছিল।” এদিকে এই ঘটনায় ব্যাগ ব্যবসায়ীরা আদালতে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন।
