নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ভুয়ো অ্যাকাউন্ট থেকে স্কলারশিপের টাকা লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে। যা নিয়ে জেলার শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে গেছে।
অভিযোগ উঠছে যে, শিক্ষার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে গিয়ে দেখেন তাদের নামে আগে থেকেই ফর্ম পূর্ণ করা হয়ে গিয়েছে। ওই ফর্মে নাম ও ঠিকানা এক রেখে বাকি সব তথ্য পরিবর্তন করে ফেলা হয়েছে। এছাড়া ফর্মে ফোন নম্বর, আধার নাম্বার এবং অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রাজ্যের বিভিন্ন কলেজের নামে ফর্ম পূর্ণ করা আছে।
কোনো রকম তথ্য না দেওয়া সত্ত্বেও নাম নথিভুক্ত হলো কিভাবে তা নিয়ে নানা ধোঁয়াশা তৈরী হয়েছে। আর এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানাতে গেলে সেখান থেকে জানানো হয় যে সমস্ত নথি যাচাই করা হয়ে গিয়েছে। আর কিছু করা সম্ভব নয়।
কিন্তু কোনো রকম নথিপত্র ছাড়াই কিভাবে সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে বিষয়টি সম্ভব হলো তা নিয়ে শিক্ষার্থীরা একেবারে হতভম্ভ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে সদর মহকুমাশাসক সুরেশ রানো জানিয়েছেন, “এই ঘটনা ঘটলো কিভাবে সেটা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে”।