নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের ডেবরা ব্লকের প্রাক্তন সহ সভাপতি অনুপম দাস।
জানা যাচ্ছে, এমজিএনআরজিএস প্রকল্পের কাজের টাকার হিসাব নিকাশ নিয়ে অনুপম পঞ্চায়েতের কর্মী পল্টন মাইতির উপর চড়াও হন। জানা গিয়েছে সরকারী ওই প্রকল্পের টাকা না পাওয়ায় পল্টন মাইতিকে গলা টিপে ধরেছিল। এরপর পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা কোনোক্রমে তৃণমূল কর্মীর হাত থেকে ওই পঞ্চায়েত কর্মীকে রক্ষা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর পল্টন মাইতিকে আহত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছেড়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
পল্টন মাইতির অভিযোগ জানান যে, “এর আগেও অভিযুক্ত তৃণমূল নেতা বারবার পঞ্চায়েত অফিসে গিয়ে বিভিন্ন কর্মীকে মারধরের হুমকিও দিয়েছেন। একাধিকবার এই ধরনের ঘটনা ঘটায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন”।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের ব্লক সভাপতি রাধাকান্ত মাইতির এই প্রসঙ্গে বলেন, “যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে”।
অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলেছেন, ডেবরায় এইধরণের ঘটনা নতুন নয়। তৃণমূল এলাকাকে বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা করছে। যেভাবে পঞ্চায়েত কর্মীকে আক্রমণ করা হয়েছে তা নতুন কিছু নয়। তৃণমূল নেতারা যে কমিশন নিচ্ছে, কাটমানি নিচ্ছে এই ঘটনা তারই প্রতিফলন। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কাজ না করে টাকা কামানোর কারবার চলছে। যারা সততার সাথে কাজ করছেন তাদের ওপরই আক্রমণ হচ্ছে।