Indian Prime Time
True News only ....

বিভিন্ন দাবী তুলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলেন বনকর্মীরা

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বকেয়া চার মাসের বেতনপ্রদান ও স্থায়ীকরণ করা সহ ১২ টি দাবী নিয়ে আজ গরুমারা প্রবেশদ্বারের কাছে চার রেঞ্জের অস্থায়ী বনকর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলেন।

এদিন গরুমারা নর্থ, সাউথ, আপার নেওড়া এবং লোয়ার নেওড়া রেঞ্জের প্রায় ৫০ জন অস্থায়ী বনকর্মীরা এই ধর্মঘটে সামিল হয়েছেন। স্বাভাবিকভাবেই এই চারটি রেঞ্জের কাজকর্ম কার্যত থমকে গিয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কারণ যারা আন্দোলনে নেমেছে তাদের মধ্যে যেমন রাইনো প্রটেকশন ওয়ার্কার আছেন তেমনি ক্যাম্প প্রটেকশন ওয়ার্কারও রয়েছেন। এছাড়াও হাতির মাহুত ও পাতাওয়ালা সহ বনকে সুরক্ষা দিতে নানা কাজকর্মের সাথে যুক্ত ওয়ার্কারসরাও রয়েছেন।

এদিন আন্দোলনকারীরা এও হুমকি দিয়েছেন যে, “যদি এই ধর্মঘটের পরও তাদের সমস্যার সমাধান না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored