নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ উত্তরাখণ্ডের রানিপোখারি এলাকায় মা-স্ত্রী সহ তিন মেয়ের গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠলো ৪৭ বছর বয়সী মহেশ কুমার নামে এক জন ব্যক্তির বিরুদ্ধে। মহেশবাবুর আদি বাড়ি উত্তরপ্রদেশের বান্দা জেলায়।
জানা গিয়েছে, তিনি বেকার ছিলেন। এক ভাই বিদেশে কর্মরত থাকায় তার টাকাতেই সংসার চলত। এই ঘটনার সময় মহেশবাবুর এক মেয়ে এক জন আত্মীয়ের বাড়িতে ছিলেন। এদিকে মহেশবাবুর মা মানসিক ভাবে অসুস্থ ছিলেন।
ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় তাকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। আর রক্তমাখা ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ড ঠিক কি কারণে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।