ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ আজ রাশিয়া-ইউক্রেন সংঘাতের ষষ্ঠতম দিন। এদিন রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বে ইভানকিভ শহরের সেনাঘাঁটিতে গোলাবর্ষণ করে আরো একটি সেনাঘাঁটি ধ্বংস করে। এর জেরে প্রায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
অন্য দিকে রাশিয়ার পদাতিক ও বিমানবাহিনী ইউক্রেনের শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র খারকিভেও পর পর হামলা চালাতে শুরু করেছে। ধীরে ধীরে রুশ সেনারা সেনাঘাঁটির পাশাপাশি বসতি এলাকাগুলিতেও হামলা চালাচ্ছে। ফলে রুশ হামলায় অস্ত্রহীন সাধারণ মানুষও একের পর এক প্রাণ হারাচ্ছেন।
রাশিয়ার হামলায় এই পাঁচ দিনে ইতিমধ্যে ইউক্রেনে কমপক্ষে সাড়ে তিনশো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৪ জন শিশু। উল্লেখ্য, সোমবার রাতে বেলারুশে যুদ্ধরত দু’টি দেশ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব ব্যর্থ হওয়ার পর থেকেই রুশ হামলা দ্বিগুণ হারে বেড়েছে।