Reading Mode

মিনাক্ষী দাসঃ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ হলো গৌরব ও ধন-সম্পত্তির গ্রহ। নতুন বছরের প্রথমেই রাশির চক্র পরিবর্তন করছে বুধ। গতকাল বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। আর ২৫ শে জানুয়ারী পর্যন্ত বুধ মকর রাশিতেই থাকবে। তবে বুধের এই পরিবর্তন কয়েকটি রাশির ক্ষেত্রে বাধা নিয়ে আসতে পারে। আবার কিছু রাশি খুব ভালোভাবেই কাটবে।

এবার দেখা যাক বুধের প্রভাবে কোন রাশি কেমন যাবে।

মেষ- মেষ রাশির ব্যক্তিদের যেকোনো সমস্যার সমাধান হবে। আর কাজের ক্ষেত্রে তারা সফলতা পাবে। কার্যকলাপের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

বৃষ- বৃষ রাশির ব্যক্তিদের শিক্ষায় ও চাকরীর ক্ষেত্রে সফলতা আসবে। আর বিদেশে চাকরীর সুযোগ আসবে।

মিথুন- মিথুন রাশির ব্যক্তিদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বৈষয়িক সম্পত্তির ক্ষেত্রে সমস্যা আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল হতে হবে।

কর্কট- কর্কট রাশির ব্যক্তিরা নিজেদের কর্মদক্ষতার দ্বারা নিজেদের কর্মজগতে সফলতা নিয়ে আসবে। সাংসারিক জীবন সুখময় হবে। বিবাহের বিষয়ে সফলতা আসবে।

সিংহ- সিংহ রাশির ব্যক্তিদের আর্থিক ব্যয় হবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পেট এবং চর্ম সংক্রান্ত বিষয়ে সমস্যা আসতে পারে।

কন্যা- কন্যা রাশির ব্যক্তিদের পারিবারিক মতবিরোধ হবে। শিক্ষাক্ষেত্রে ও বিবাহের ক্ষেত্রে সফলতা আসবে।

তুলা- তুলা রাশির ক্ষেত্রে কাজে সফলতা আসবে। আর্থিক দিক থেকে আয়-ব্যয়ের মিশ্র ফল পাওয়া যাবে।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির ক্ষেত্রে চিন্তাভাবনা করে কাজ করলে সাফল্য অনিবার্য।

ধনু- ধনু রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে আয় বৃদ্ধি পাবে। নিজেকে স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে।

মকর- মকর রাশির ক্ষেত্রে শিক্ষা এবং চাকরীতে বিশেষত সরকারী ক্ষেত্রে সাফল্যের যোগ আছে।

কুম্ভ- কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিকগত সমস্যার সমাধান হবে। কিছুটা ব্যয় বৃদ্ধি হবে।

মীন- মীন রাশির ক্ষেত্রে পারিবারিক বিবাদ সৃষ্টি হবে। জীবনে সাফল্য ও উপার্জন বৃদ্ধি পাবে।