নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ লক্ষ লক্ষ টাকা নগদ সহ সোনা-রুপোর বিপুল গহনা উদ্ধার হয়েছে মধ্যপ্রদেশের খরগোনের জিতেন্দ্র সোলাঙ্কি নামে এক জন সাধারণ হিসাবরক্ষকের বাড়ি থেকে। এছাড়াও তার ছয়টি দোকান, একাধিক ফ্ল্যাট, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি, বিঘা বিঘা জমি সমেত কয়েক কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে ইনদওরের পুলিশ জিতেন্দ্র সোলাঙ্কির কোটি কোটি টাকা সম্পত্তির খবর পেয়েছিল। এরপর পুলিশ বাইশ জনের একটি দল তৈরী করে চারটি জায়গায় অভিযান চালান। প্রাথমিক তদন্তের পর তার গৌরীধামের বাড়ি থেকে চার লক্ষ টাকা নগদ, সোনা-রুপোর গহনা সহ ইনদওরে ছয়টি দোকান, খরগোনে একটি ও ঈশ্বরনগরে তিনতলা বাড়ি সমেত আরো কয়েকটি ফ্ল্যাটেরও খোঁজ পাওয়া গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এক জন সাধারণ হিসাবরক্ষক হয়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে তা দেখে সকলে হতবাক। কিন্তু সোলাঙ্কি দাবী করেন, “গত ২৬ বছরের চাকরী জীবনে এই সম্পত্তি তৈরী করেছেন”। তবে সোলাঙ্কির কথা উপেক্ষা করে ইতিমধ্যেই তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেছেন। পাশাপাশি নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করছেন।
Sponsored Ads
Display Your Ads Here