নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের কাটনিতে দেখা গেল এক হাড়হিম করা দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, এক জন ব্যক্তি পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে রাস্তায় কাতরাচ্ছেন। কিন্তু অ্যাম্বুলেন্স না আসায় আহত ব্যক্তিকে বাধ্য হয়ে বুলডোজারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইরতলাইয়ের বাসিন্দা মহেশ বর্মণ বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়ে একটি অ্যাম্বুলেন্স পাঠানোর কথা বলা হয়। কিন্তু ৩০ মিনিট কেটে গেলেও অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় না। এদিকে মহেশবাবুর শরীর থেকে রক্তক্ষরণ বেড়েই চলে।
Sponsored Ads
Display Your Ads Here
পুষ্পেন্দ্র বিশ্বকর্মা নামে এক জন ব্যক্তির দোকানের বাইরে এই দুর্ঘটনা ঘটে। তাই পুষ্পেন্দ্রবাবু নিজে বুলডোজার চালক হওয়ায় তিনি নিজেই তাকে এলাকাবাসীদের সহযোগীতায় বুলডোজারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
প্রথমে মহেশবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, বিজেপি-শাসিত এই রাজ্যে প্রতি বছরের বাজেটে স্বাস্থ্য খাতে অনেক টাকা বরাদ্দ থাকলেও প্রায়শই অ্যাম্বুলেন্স না আসায় রোগী সহ তার পরিবারের সদস্যদের বিপাকে পড়তে হয়। যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here