নিউজ ডেস্কঃ রাজস্থানঃ সাপ ধরাই ছিল পেশা। এবার সেই সাপের কামড়েই মৃত্যু হয়েছে রাজস্থানের চুরু জেলার এলাকায় পরিচিত ৪৫ বছর বয়সী বিনোদ তিওয়ারী নামে এক জন স্নেকম্যানের।
ঘটনার দিন চুরুর গোগামেডি এলাকায় একটি দোকানের বাইরে একটি বিষাক্ত গোখরোর দেখা পাওয়া যায়। আর সেই সাপ বিনোদকে ধরতে বলা হলে বেশ কিছু ক্ষণের চেষ্টার পর সে সাপটিকে বশে আনেন। কিন্তু বিনোদ সাপটিকে ধরে ব্যাগে রাখার সময় একটু অন্যমনস্ক হতেই সেটি আঙুলে কামড়ে দিতেই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়।
এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রসঙ্গত, সাপ ধরা বিনোদের নেশা ও পেশা ছিল। বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিতেন। বহু বিষধর সাপও ধরেছিলেন। সাপকে বন্ধুদের মতো আগলে রাখতেন। তবে শেষমেশ এই সাপপ্রেমী বিনোদের এই পরিণতি হলো।