পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার পর এবার উত্তর চব্বিশ পরগণায় বাঘের হানা। প্রতিদিনের মতোই সকালবেলা সন্দেশখালির মিঠাখালির বাসিন্দা ৫০ বছর বয়সী সোহারাপ কারিগর নদীর চরে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। কিন্তু আচমকা বাঘের গর্জন শুনে চমকে ওঠেন। এরপর পিছনে ঘুরতেই রয়েল বেঙ্গল টাইগার দেখতেই রিতীমতো আঁতকে ওঠেন।
মুহূর্তের মধ্যেই সোহারাপের দিকে তেড়ে এসে থাবা বসিয়ে দেয়। তারপর সে হাতের কাস্তে নিয়ে রয়েল বেঙ্গল টাইগারকে প্রতিরোধের চেষ্টা করার সাথে সাথে বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে সেই চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসেন। আর ততক্ষণে বাঘ মহাশয় পাশের ঝোপে গা ঢাকা দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই এলাকাবাসীরা সোহারাপকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীরা মনে করছে বাঘটি গোসাবার দিক থেকে চিমটা নদী পেরিয়েই লোকালয়ে প্রবেশ করেছে। এলাকাবাসীরা লাঠি নিয়ে তেড়ে গেলেও বাঘটি এলাকা ছেড়ে পায়নি। অবশেষে বন দপ্তরের কাছে খবর দেওয়া হলে বনকর্মীরা এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে সন্দেশখালি থানার অন্তর্গত মণিপুর পঞ্চায়েতের মিঠাখালি এলাকার একটি নদীতে জোয়ার আসলে জল বাড়তেই বাঘটি ভেসে উঠলে বনকর্মীরা সেই বাঘ দেখতেই বিকেলবেলার দিকে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে। তারপর বাঘটি নিস্তেজ হয়ে গেলে খাঁচাবন্দি করে। আপাতত বাঘটিকে গোসাবায় বন দপ্তরের কার্যালয়ে রাতে রাখা হলেও শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও এই ঘটনাটিকে কেন্দ্র কঢ়ে এলাকা জুড়ে বাঘ আতঙ্ক সৃষ্টি হয়েছে।