নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ গত ৪ ঠা ডিসেম্বর হায়দ্রাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আর বেশ কয়েক জন আহত হন। ওই সময় অভিনেতা অল্লু অর্জুন সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনাতেই আজ হায়দ্রাবাদ পুলিশ অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার দিন রাতেরবেলা হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। আচমকা তেলুগু অভিনেতা সেখানে পৌঁছাতেই দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে প্রেক্ষাগৃহের মূল প্রবেশদ্বার ভেঙে যায়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যায়। পুলিশ লাঠিচার্জ করেও তা সামাল দিতে পারেনি। এমনকি ওই হুড়োহুড়িতে ৩৫ বছর বয়সী এম রেবতী এবং তার ন’বছরের পুত্র অসুস্থ হয়ে পড়লে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রেবতীকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ, ‘‘অল্লু অর্জুনের টিম কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, সে বিষয়ে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেয়নি। এছাড়া প্রেক্ষাগৃহের তরফেও কিছু জানানো হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যায়নি। অন্যদিকে, এখনো অবধি ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। অতএব, অভিনেতা এই ঘটনার দায় কিছুতেই এড়াতে পারেন না।’’ পুলিশ আগেই জানিয়েছিল, ‘‘মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় চিক্কাদপল্লী থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
যারা পুরো ঘটনার নেপথ্যে দায়ী ছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।’’ উল্লেখ্য, অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছিল। সেই থেকেই ভক্তরা ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার সেই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেয়েছে।