Indian Prime Time
True News only ....

২৯ বছরের দাম্পত্য জীবনে দাঁড়ি পড়লো এ আর রহমানের

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার বিচ্ছেদের পথে হাঁটলেন অস্কারজয়ী এ আর রহমান। এদিন এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি বিবৃতিতে জানান, “তিক্ত সম্পর্কের জেরেই সায়রা বানু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ।” এ আর রহমানের বিচ্ছেদের খবর ছড়াতেই গোটা দেশ একেবারে স্তম্ভিত।

বন্দনা শাহ এও জানিয়েছেন, “দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই মিটিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তা আর সম্ভব নয়। একে অপরের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে অনেক দূরত্ব ও অনেক ব্যবধান তৈরী হয়েছে। ফলে দীর্ঘ দাম্পত্যের পর সায়রা বানুর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে। তবে তিনি অপারগ।” অতএব, এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ, “এই মুহূর্তে কেউ যেন সায়রা বানুকে এই বিষয়টি নিয়ে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

উল্লেখ্য যে, ২৯ বছর বয়সে এ আর রহমান বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। সায়রা বানুকে পছন্দ ছিল না। অগত্যা পাত্রী খুঁজতে মাকে দায়িত্ব দিয়েছিলেন। শেষ অবধি এ আর রহমানের সায়রা বানুকে পছন্দ না হওয়া সত্ত্বেও মায়ের কথায় ১৯৯৫ সালে তার সাথে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে এই দম্পতির তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। এছাড়া এই আগে এ আর রহমান একটি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন, ‘তাঁর এবং সায়রা বেগমের মধ্যে বেশ কিছু সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে। কিন্তু বুদ্ধিমত্তার সাথে তারা বিষয়টি সামলে চলেন।’ যদিও শেষ পর্যন্ত এই সর্ম্পকের ইতি ঘটলো।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored