Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের গিরিডি জেলার তারাপুর গ্রামে নিজের ১২ তম স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রামচন্দ্র তুরি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, রামচন্দ্র ও তার ১২ তম স্ত্রী ৪০ বছর বয়সী সাবিত্রীর তিন জন পুত্র এবং এক জন কন্যা আছে। রবিবার রাতেরবেলা রামচন্দ্র সাবিত্রীর সঙ্গে বসে মদ খাওয়ার সময় একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হলে মত্ত রামচন্দ্র স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে খুন করেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন।

আর সাবিত্রীর দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে খবর, আগে থেকেই রামচন্দ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। নিজের আগের পক্ষের সাথেও আচরণ ভালো ছিল না। প্রায় প্রত্যেকেই রামচন্দ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।