মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ শেখ শাহজাহানের সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনাকে ঘিরে রাজ্য-রাজনীতিতে প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে। আহত ভোলানাথবাবু প্রাথমিক চিকিৎসার পর বেরিয়েই জানান, ‘‘এটা পরিকল্পনা।’’ এবার বিজেপি নেতা অর্জুন সিং এই প্রসঙ্গে মুখ খুললেন।

অর্জুন সিংয়ের দাবী, “এটা শাহজাহানের পরিকল্পনা নয়, এটা কোনো বড়ো মাথার প্ল্যানিং। এটা আইপিএস স্তরের কোনো বড়ো মাথার চক্রান্ত। সময় হলে সব বলব। এর আগেও ওই আইপিএস শাহজাহানকে সারেন্ডার করিয়ে ছিলেন। এটা তারই মাথার কাজ। শাহজাহানের সাত পুরুষের ক্ষমতা নেই এতো বড়ো প্ল্যানে খুন করার। পুলিশই মোবাইল টাওয়ার ট্র্যাক করে এইরকম নিখুঁতভাবে খুনের চক্রান্ত করেছে।

ভোলানাথ ঘোষকে খুনের চক্রান্ত করা হয়েছিল। শাহজাহানের কপাল খারাপ। তাই বেঁচে গিয়েছেন। কারণ তিনি সিটবেল্ট পরেছিলেন। না হলে খুনের প্ল্যান সফল হত। এই ঘটনার তদন্তভার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বা ইডিকে (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দেওয়া উচিত।” এই দুর্ঘটনার পর থেকেই লরি চালক আলিম মোল্লার নাম উঠে আসছে। ছেলেকে হারিয়ে ভোলানাথবাবু নিজে একের পর এক অভিযোগ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় ন্যাজাট থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ছেলের মৃত্যুর পরও থানায় অভিযোগ দায়ের করা হয়নি কেন? তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরী হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









