নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ দিল্লির তিহাড় জেল থেকে আসানসোল সংশোধনাগারে ফেরানো হোক। গতকাল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মর্মে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করলেন। আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে একটি সাত পাতার আবেদন জমা করে জানান, “তাঁর মক্কেলের বিরুদ্ধে কলকাতায় মূল মামলা দায়ের করা হয়েছে। প্রথমে অনুব্রত মণ্ডলকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) গ্রেফতার করেছিল। পরে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে এসেছে। কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ায় আবার আসানসোল সংশোধনাগারেই ফেরানো হোক বলে আবেদন করার পাশাপাশি এও বলা হয় যে পরে প্রয়োজনে ইডি আসানসোল সংশোধনাগারে গিয়েই অনুব্রত মণ্ডলের বয়ান রেকর্ড করতে পারে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, গত ৮ ই মার্চ ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লির সদর দপ্তরে নিয়ে যায়। গোরু পাচার মামলায় তৃণমূল নেতার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। এরপর থেকে দিল্লির তিহাড় জেলেই রয়েছেন। আগামী ৩ রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।