চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিধাননগরের এমপি-এমএলএ আদালতে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেয়ে জানান, ‘‘একটাই কথা বলি, আমি কোনো অন্যায় করি নাই। আজ বেকসুর খালাস হলাম। সবেতেই বেকসুর খালাস হব।’’
আদালত থেকে বেরিয়ে বেশ ফুরফুরে মেজাজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ঢঙে বলেন, ‘‘কেউ জেলে কন্টিনিউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, জেলে তো কেউ সারাজীবন থাকে না। ছাড়া পেলে যাব। এ আর বলার কি আছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রত মণ্ডল সহ ১৪ জন অভিযুক্তকে তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন ২০১০ সালের ৫ ই মার্চ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বিস্ফোরণের ঘটনায় কয়েক জন আহত হয়েছিলেন। তার মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছিলেন। রাজনৈতিক শত্রুতার কারণেই এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এই মামলায় অভিযুক্তদের মধ্যে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ মোট ১৫ জন ছিলেন। মামলা চলাকালীন এক জন অভিযুক্তের মৃত্যু হয়েছিল। এই মামলায় এদিন অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগরে এমপি-এমএলএ আদালতে পেশ করার জন্য কলকাতায় আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Here