বাপি রায়ঃ কলকাতাঃ নথি চুরি যাওয়ার আশঙ্কায় গত মে মাস থেকে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম পাহারায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ডেটা রুম খোলার অনুমতি দিয়ে জানান, “সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আধিকারিকেরা এসএসসির চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করতে হবে। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে সল্টলেকের এসএসসি ভবনে ডেটা রুমের পাহারা থেকে সরিয়ে নেওয়া হবে। আর কোনো তথ্যের প্রয়োজন নেই।’’
চলতি বছরের ১৮ ই মে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দুর্নীতি কাণ্ডে জেরা করে। তখনই এসএসসি দুর্নীতি নিয়ে মামলাকারীদের মনে আশঙ্কা তৈরী হয় যে, এসএসসি ভবনের ডেটা রুম থেকে তথ্য চুরি হতে পারে তাই গত ১৮ ই মে রাতেরবেলা মামলাকারীরা আদালতের দ্বারস্থ হয়ে আশঙ্কা প্রকাশ করে জানান, ‘‘নথি নষ্ট করা হতে পারে। তাই এখনই দপ্তরের ডেটা রুমকে সিল করা উচিত।’’
তখন ওই রাতেরবেলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনানি শুরু করে নির্দেশ দেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী এসএসসি ভবন ঘিরে ফেলবে। সেখানে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না।’’ তখন ওই মাঝরাতেরবেলাই কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশে সল্টলেকের আচার্য সদনে পৌঁছায়। সেই সময় অভিযোগ ওঠে যে, প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি। অবশেষে ৩০ মিনিট অপেক্ষার পর গেট টপকে ঢুকে পড়ে।
পরবর্তীকালে এসএসসি দপ্তরের তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয় যে, ‘‘কেন্দ্রীয় বাহিনী আচার্য সদন ঘিরে রাখার কারণে তারা স্বাভাবিক ভাবে কাজ করতে পারছে না। তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনী শুধু ডেটা রুম ঘিরে রাখবে। সিবিআই আধিকারিক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবেন না।’’ আর এদিন সেই ডেটা রুমই আবার এসএসসির চেয়ারম্যানের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।