চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল গরুপাচারকাণ্ডে হাজিরার ইচ্ছা প্রকাশ করে সিবিআইকে চিঠি দেন। সেই অনুযায়ী সময়ের আগেই আজ সকালবেলা ৯ টা বেজে ৫০ মিনিটে অনুব্রত মন্ডল সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পৌঁছে যান।
তবে দেখা যায়, বাঁ হাত দিয়ে বুক চেপে আছেন। এরপর প্রায় চার ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে গেলে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তারপর হুইল চেয়ারে করে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, প্রতিবারই অনুব্রত মণ্ডল কলকাতায় এসে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার আগেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান। শেষবারও তাই হয়। এরপর সেখানে অসুস্থতার কারণে চিকিৎসা হয়।