অমিত শাহ পাগলের মতো কথা বলে মন্তব্য অনুব্রতর
রাজ খানঃ বর্ধমানঃ “পাগলের মতো কথাবার্তা”
অমিত শাহর দু’শো আসন পাওয়ার দাবী প্রসঙ্গে কটাক্ষের সুর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতর কন্ঠে।
তিনি বলেন, “অমিত শাহ ও কৈলাস বিজয়বর্গীয়কে আরএসএস ডেকে জানতে চেয়েছে প্রথম পর্বের ভোটে কেন হার হলো”!! মঙ্গলবার গুসকরার বিদ্যাসাগর হলে দলীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সভার শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে একথা বললেন অনুব্রত মন্ডল।
বিভিন্ন সভায় অমিত শাহ বলে বেড়াচ্ছেন যে “বিজেপি ২০০ এর বেশী আসন পেয়ে ক্ষমতায় আসছে” সাংবাদিককের করা এই প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল সরাসরি জানালেন, “বিজেপি ২০০ তো দূরের কথা প্রথমদফার পর অমিতশাহ এবং কৈলাস বিজয়বর্গীয়কে আরএসএস ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছে প্রথমদফায় কেনো হারলাম”।