চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকাল ৮টা ৫০ মিনিটে প্রখ্যাত নাট্যকার তথা বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র প্রয়াত হলেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েক বছর ধরেই মনোজ মিত্র বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনোজ মিত্রের প্রয়াণের খবরটি তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র জানান।
উল্লেখ্য, ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে মনোজ মিত্র জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েন। ওই সময় তিনি বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের মতো প্রখ্যাত মানুষদের সঙ্গী হিসেবে পেয়েছিলেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর হন। গবেষণাও শুরু করেছিলেন।